মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজার্তিক ওয়েবিনার অনুষ্ঠিত

 দিনরাত সংবাদ:   ইবেতম্বী ইনস্টিটিউট অব এডুকেশন, ইম্ফাল,ভারতের আয়োজনে মনিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশ এবং ইউনির্ভাসিটি অব দ্য ভিসুয়েল এন্ড পারফোরমিং আর্টস শ্রীলংকার যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপি মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজাতিক ওয়েবিনার ভার্চুয়াল আজ বুধবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে মনিপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক টিএইচ তোম্বীর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে মনিপুরী নট-সংকীর্তন বিষয়ে পদ্মশ্রী টিএইচ গুরু থানিল, গুরু লাখপতি এবং মনিপুরি একক নৃত্য বিষয়ে আলোচনায় অংশ নেন মণিপুর স্টেট কলা একাডেমী এওয়ার্ডি গুরু রঞ্জিত অধিকারীময়ুম। ওয়েবিনারে বাংলাদেশে মণিপুরী শিল্পকলার চর্চার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সদস্য সচিব রবিকরণ … Continue reading মনিপুরি শিল্পকলা বিষয়ক আন্তজার্তিক ওয়েবিনার অনুষ্ঠিত